Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভিডিপি অ্যাডভান্সড কোর্স-১ম ধাপ প্রশিক্ষণ (পুরুষ)
বিস্তারিত

জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়ায় আগামী ২৯.০৭.২০২৫ খ্রিঃ হতে ২৫.০৮.২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত মোট ২৮ (আটাশ) দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্স-১ম ধাপ প্রশিক্ষণ (পুরুষ) অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের জন্য যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম আগামী ২৬.০৭.২০২৫ খ্রিষ্ট তারিখ রোজ শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। নিম্নবর্ণিত যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণার্থী বাছাই করা হবে।

০১। যোগ্যতাঃ 

(ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ও প্লাটুনভুক্ত সদস্য (পুরুষ) হতে হবে।

(খ) ন্যূনতম এসএসি/দাখিল/সমমান পাশ হতে হবে।

(গ) বয়স- ১৮ হতে ৩০ বছর (সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে)।

(ঘ) জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে।

(ঙ) উচ্চতা-০৫ ফুট ০৫ ইঞ্চি (নূন্যতম)।

(চ) প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

(ছ) স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী হতে হবে।

(জ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

(ঝ) গ্রামে/ইউনিয়নে স্থায়ীভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থান আছে এমন ব্যক্তি হতে হবে।

(ঞ) তথ্য-প্রযুক্তি ব্যবহারে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।

(ট) এলাকায় সুনামের অধিকারী হতে হবে।


২। বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ 

(ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মূল সনদপত্রভ

(খ) এসএসসি পাশের মূল সনদপত্র।

(গ) জাতীয় পরিচয়পত্র।

(ঘ) চারিত্রিক ও নাগরিকত্ব সনদ (সংশ্লিষ্ট চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা পৌর কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত)।

(ঙ) সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

ছবি
প্রকাশের তারিখ
23/07/2025
আর্কাইভ তারিখ
31/07/2025