Wellcome to National Portal
Main Comtent Skiped

How do you get service

কী সেবা কীভাবে পাবেন

 

ক) প্রত্যাশী সংস্থার আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আনসার অংগীভূতকরণ।

খ) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাত্তা ও দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তার জন্য আনসার অংগীভূতকরণ।

গ) রেললাইন সুরক্ষার জন্য আনসার অংগীভূতকরণ।

ঘ) অত্র সংগঠনের সদস্য-সদস্যাদের আর্থসামজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানঃ-

১) সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন (পুরুষ ও মহিলা)

২) গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষন

৩) মোটর গাড়ী ড্রাইভিং প্রশিক্ষন

৫) ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষন

৬) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষন

৭) কম্পিউটার প্রশিক্ষন

৮) মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষন

৯) সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষন

১০) সোয়েটার নিটিং প্রশিক্ষণ